শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে টাইগার ডট কমের উদ্বোধন
রাজস্থলীতে টাইগার ডট কমের উদ্বোধন
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী(রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় সকলে জন্য শিক্ষার আলো বাতিঘর হিসেবে পরিচিত সেনাবাহিনীর পরিচালিত টাইগার ডট কম।
কাপ্তাই জোনের পরিচালিত ও জোন কমান্ডার আনোয়ার জাহিদের নির্দেশনায় এলাকার শিক্ষিত স্কুল পড়ুযা শিক্ষাথীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের লক্ষে উদ্বোধন করা হয়।
আজ ২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ঝুলন্তব্রীজ সংলগ্ন টাইগার ডট কম উদ্বোধন করেন, রাজস্থলী সাব জোন অধিনায়ক, মেজর মোহাম্মদ হাসান চৌধুরী।
এ সময় সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা মেম্বার শহরমুল্লক ট্রেইনার চচামং মারমা, গনমাধ্যম কর্মীগনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মেজর হাসান চৌধুরী প্রশিক্ষণর্থীদের উদ্দেশ্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন, স্বপ্ন নয়,বাস্তবতাই সু সঠিক। এখন ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত লাভ। এর ফলে যারা এ কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে শিক্ষা অর্জন করবে তাদের অদুর ভবিষৎ তে একদিন জীবনে কর্মের শিকড়ে প্রতিটি কাজে ফল দিবে। তাই প্রতিটি শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার বিষয়ে যথেষ্ট ধারণা জ্ঞান অর্জন করতে হবে, এর বিকল্প নাই। তাই আসুন আমরা সকলে গভীর ভাবে কম্পিউটার প্রশিক্ষণ ট্রেনিং গ্রহণে উৎসাহিত হয়। দেশ জাতিকে সমৃদ্ধির উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।





মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা