শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাশবন পুড়িয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড়
কাশবন পুড়িয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড়
সিলেট প্রতিনিধি :: সিলেটের সৌন্দর্যপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল গোলাপগঞ্জের প্রাকৃতিক কাশবন। সৌন্দর্যপ্রেমীদের পদচারনায় দিনভর মুখরিত থাকতো গোলাপগঞ্জের কাশবন। প্রতিদিন শতশত মানুষ দূরদূরান্ত থেকে কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলেন। তবে সৌন্দর্যপ্রেমীদের আকর্ষণীয় প্রাকৃতিক কাশবন এক রাতেই হারিয়ে গেল প্রাকৃতি থেকে। অজ্ঞাত ব্যক্তিদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সিলেটের গোলাপগঞ্জের প্রাকৃতিক কাঁশবন। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন দেখতে পেয়ে বেশ কিছুসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। আগুনে জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানাগেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে এই কাশবনটির অবস্থান।
স্থানীয়রা জানান, সৌন্দর্য উপভোগ করিতে প্রতিদিনই সৌন্দর্যপ্রেমীরা আসতেন কাশবনে। শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসেন।
অপরদিকে কাশবনে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে এটাই প্রাকৃতিক নিয়ম। আল্লাহর দান এ সৌন্দর্য জ্বালিয়ে দেওয়া চরম অন্যায়। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রকৃতি ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন