শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে শিক্ষামূলক লিফলেট বিতরণ ●   মিরসরাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার ●   প্রকৌশলী সজিবুর রহমানের বিরুদ্ধে আ’লীগ পূণঃগঠনের অভিযোগ ●   খাদ্যে উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ●   জাতীয় ঐকমত্য কমিশন সন্ত্রাসীদের রাজনৈতিক বৈধতা দেয়ার চেষ্টা করছে ●   দিনাজপুর বন বিভাগের ৫হাজার একর জমি বেদখল ●   রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংকটের সমাধান করবেনা ●   শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর রাবিপ্রবি প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় ●   হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ রক্ষার দাবিতে মতবিনিময় সভা ●   রাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৫ ●   সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন ●   বিশ্বেকবির জন্ম জয়ন্তীতে নতুন রুপে আত্রাইয়ের রবীন্দ্র কুঠিবাড়ি ●   ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মদিনে সেজেছে কুঠিবাড়ি ●   ফটিকছড়িতে ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার ●   খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ৭৯ ভারতীয় মুসলিম পুশ ইন ●   ফটিকছড়িতে রাস্তা দখলে হামলা ●   রাঙামাটিতে সীরাত প্রতিযোগিতার পুরুস্কার ও সনদ বিতরণ ●   প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার ●   সিগারেটে মূল্যস্তর সংখ্যা কমানোর দাবি ●   খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত কর্তৃক পুশইনের ঘটনা রীতিমতো উসকানিমূলক ●   নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ●   বেতবুনিয়াতে বিদ্যালয়ের সেগুন গাছ বিক্রি করার অভিযোগ সভাপতি মংথুই প্রু এর বিরুদ্ধে ●   ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক-২ ●   নারীবিদ্বেষী অশুভ তৎপরতা বহির্বিশ্বেও বাংলাদেশকে খারাপভাবে চিত্রিত করছে ●   মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ : ডিসি রাঙামাটি ●   বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা ●   ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১০
রাঙামাটি, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্যাম্পাসে হচ্ছে দৃষ্টিনন্দন চা বাগান
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্যাম্পাসে হচ্ছে দৃষ্টিনন্দন চা বাগান
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ক্যাম্পাসে হচ্ছে দৃষ্টিনন্দন চা বাগান

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: সবুজ স্বর্গ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। ১৭১ একর জায়গা জুড়ে সবুজ সুন্দরে ভরা। দীঘল বৃক্ষ ছায়া, পাখির কলতান- এই ক্যাম্পাসকে করে তুলেছে আরো নান্দনিক ও মনোহরা। এই প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবসময় নানা উদ্যোগ নেয়া হয় এখানে। তেমন একটি উদ্যোগের নাম- চুয়েট চা বাগান।
জানা যায়, প্রতি বছর এই সাজানো গোছানো চুয়েট ক্যাম্পাস দেখতে হাজারো পর্যটক, দর্শনার্থী আসেন। দেশ কিংবা বিদেশ থেকে আগতরা একবার চুয়েট ক্যাম্পাসে ঢুঁ মারতে পছন্দ করেন। কারণ এখানে পরিপাটি প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলে। এখানে সব স্থাপনা, এমনকি সড়ক থেকে সড়ক দ্বীপ সবকিছুই সুপরিকল্পিত এবং দেখতে একেবারে যেন স্কেল দিয়ে ঠিক করা। এছাড়া হরেক রকম ফুল, ফল, ওষধি, বনজ বৃক্ষ, সাথে লতা-গুল্ম দিয়ে আচ্ছাদিত এই ক্যাম্পাস। এছাড়া আছে একাধিক লেক, বড় পুকুর, খাল, ছড়া। এখন তাতে যোগ হচ্ছে চা বাগানের চিরসবুজ সৌন্দর্য। চুয়েট ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা নিয়ে একাধিক সংগঠন দীর্ঘদিন ধরে নানা কাজ করে যাচ্ছে। এরমধ্যে আছে ছাত্রদের নিয়ে গড়া গ্রিন ফর পিস্। এই সংগঠনের পরিবেশ নিয়ে নানাবিধ কাজ সকলের প্রশংসা পাচ্ছে। এছাড়া আছে চুয়েট বার্ড ক্লাবসহ আরো সংগঠন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও পরিবেশ সুরক্ষাকে প্রাধাণ্য দেয়া হয়। গ্রিন টেকনোলজি ব্যবহারসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ চলমান থাকে অবকাঠামো উন্নয়নে। এরই অংশ হিসেবে এবার সৃজন করা হচ্ছে চা বাগান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়েটের একটি পাহাড়ি ঢালু অংশে এই চা বাগান সৃজন করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় দুই একর জায়গায় এটি চালু করা হচ্ছে। যাতে রোপণ করা হচ্ছে ২ হাজারটি চারা। চারা কোদালা টি গার্ডেন থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে। এই চা বাগানটি সৌন্দর্য বর্ধনের স্মারক হিসেবে থাকবে। এটি মূলত: সবুজ সৌন্দর্য ছড়ানোর জন্য তৈরি করা হচ্ছে। গাছ পরিপুষ্ট হলে সৌখিন হিসেবে হয়তো সীমিত পর্যায়ে ব্যবহারও করা যাবে। এ সম্পর্কে চা বাগান সংশ্লিষ্ট কাজ শুরু থেকেই এগিয়ে নিয়ে যাওয়া চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান বলেন, চা বাগান গড়ে তোলার জন্য শুরু থেকেই সকলের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপাচার্য প্রয়োজনীয় অনুমোদনসহ সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন। চুয়েট পরিবারের সকলে এই কাজে সন্তুষ্ট এবং এটিকে সবুজ সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন। প্রশাসনিক অনুমোদনের পর আমরা স্থানীয় কোদালা টি-গার্ডেন কর্তৃপক্ষের সাথে দাপ্তরিক যোগাযোগ শুরু করি। এরপর অনুদান হিসেবে চা চারা পাওয়া যায়। পাশাপাশি যাবতীয় টেকনিক্যাল পরামর্শও দেয় তারা। কর্তৃপক্ষের দক্ষ জনবল জায়গাটি তৈরি করে দেয়।
চা বাগান গড়ে তোলা সম্পর্কে উক্ত উদ্যোগে সংশ্লিষ্ট চুয়েট এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ গড়ার লক্ষে আমাদের এই উদ্যোগ। আমরা চাই আমাদের ক্যাম্পাসরে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি। ক্যাম্পাসের পরিবেশে আরও বেশি আকারে যাতে সুন্দর হয়। এই চা বাগানের পাতা থেকে গ্রিন টি তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এ সম্পর্কে চুয়েট এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমরা সারা বছর সৌন্দর্য বর্ধনের নানা কাজ করে থাকি। এরই অংশ হিসেবে একটি চা বাগান সৃজন করা হচ্ছে। এতে চুয়েট পরিবার এবং এখানে আগতরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এই কাজে সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কারিগরি পরামর্শ, সহযোগিতা এবং চা চারা অনুদান হিসেবে দেয়ার জন্য রাঙ্গুনিয়া কোদালা চা-বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই চা বাগানের রক্ষণাবেক্ষণে সকলকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।
এ উপলক্ষ্যে আজ ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চা বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম ও অধ্যাপক ড. আয়শা আখতার, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক ও ছাত্রবৃত্তি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)