বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » রো রো আমানত শাহ ফেরি কাত হয়ে ১৭ ট্রাক পদ্মায়
রো রো আমানত শাহ ফেরি কাত হয়ে ১৭ ট্রাক পদ্মায়
মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে যানবাহন নিয়ে কাত হয়ে পদ্মায় ‘রো রো আমানত শাহ’ নামে একটি ফেরির আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে বলে জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘনা ঘটে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দৌলতদিয়াঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়াঘাটের ৫নং ফেরিঘাট নোঙর করে বড় আকারে ‘রো রো ফেরি আমানত শাহ’। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পর পরই ফেরিটির একাংশ ডুবে যায়।
খবর পাওয়ার পরই সরেজমিন গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। এ ছাড়া ৫-৬টি মোটরসাইকেলও ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।
শরিফুল ইসলাম উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে