বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাইবান্ধার সুন্দরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা

রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি:: ৩১ মার্চ ইউপি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারনা ৷ সুন্দরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হয় ৷ প্রতীক পাওয়ার পর থেকে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া ৷
এবার দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় সুন্দরগঞ্জে নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ ,বিএনপি ,জাতীয় পাটি ,জাসদ সহ অন্যান্য রাজণৈতিক দলের প্রার্থী৷ অপরদিকে পরিচয় গোপন রেখে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থীরা ৷ প্রতি ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসাবে ১৩ জন এবং সাধারন সদস্য ও সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী রয়েছে অন্তত ৩০ জন ৷ তারা দলের পরিচয় গোপন রেখে নির্বাচনে অংশ নিয়েছেন ৷ বামনডাংগা ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ জন ,সংরক্ষিত নারী আসনে ১৩ জন ,সাধারন সদস্য ৪৩ ৷ সোনারায় ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ জন,সংরক্ষিত মহিলা আসনে ১৪ এবং সাধারন সদস্য পদে ৩৭ ,তারাপুরে চেয়ারম্যান প্রাথী ৪ ,সংরক্ষিত মহিলা আসনে ১১ ,সাধারন সদস্য ৩১ ৷ বেলকা উইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ ,সংরক্ষিত মহিলা আসনে ১৫ ,সাধারন সদস্য ৪০ জন ৷ দহবন্দ ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ ,সংরক্ষিত আসনে ১২ এবং সাধারন সদস্যপদে ৪০জন ৷ সর্বনন্দ ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ ,সংরক্ষিত মহিলা আসনে ১৭ ,সাধারন সদস্যপদে ৪২ ,রামজীবন ইউনিয়নে চেয়ারম্যানপদে ১১ ,সংরক্ষিত মহিলা আসনে ১৬ এবং সাধারন সদস্যপদে ৭৬ জন ৷ ধোপাডাংগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানপদে ৭ জন,সংরক্ষিত মহিলা আসনে ১০,সাধারন সদস্যপদে ৪৯ জন ৷ ছাপরহাটি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১৬ এবং সাধারন সদস্যপদে ৫১ জন ৷ শাস্তিরাম ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ ,সংরক্ষিত মহিলা আসনে ১৮ ,সাধারন সদস্যপদে ৫১ জন ,কঞ্চিবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ ,সংরক্ষিত মহিলা আসনে ১৯ এবং সাধারন সদস্যপদে ৫৭ জন ৷ শী্রপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে ৮ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১৬ ,সাধারন সদস্যপদে ৪১ জন ,চন্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে ৭ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন ,সাধারন সদস্যপদে ২১ জন ৷ কাপাসিয়া ইউনিয়নে চেয়ারম্যানপদে ৪ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সাধারন সদস্যপদে ২৭ জন সহ মোট ৯ শ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ ৷
নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক জানান,হরিপুর ইউনিয়নের মেয়াদ শেষ না হওয়ায় ওই ইউনিয়নের ভোট পরে হবে ৷ এবার দ্বীতিয়দফায় সুন্দরগঞ্জে ১৪ টি ইউনিয়নে ভোট হচ্ছে ৷

      
      
      



    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক    
    ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন    
    শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন    
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার    
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই    
    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন    
    আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন