বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাইবান্ধার সুন্দরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা
রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি:: ৩১ মার্চ ইউপি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারনা ৷ সুন্দরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হয় ৷ প্রতীক পাওয়ার পর থেকে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া ৷
এবার দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় সুন্দরগঞ্জে নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ ,বিএনপি ,জাতীয় পাটি ,জাসদ সহ অন্যান্য রাজণৈতিক দলের প্রার্থী৷ অপরদিকে পরিচয় গোপন রেখে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থীরা ৷ প্রতি ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী হিসাবে ১৩ জন এবং সাধারন সদস্য ও সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী রয়েছে অন্তত ৩০ জন ৷ তারা দলের পরিচয় গোপন রেখে নির্বাচনে অংশ নিয়েছেন ৷ বামনডাংগা ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ জন ,সংরক্ষিত নারী আসনে ১৩ জন ,সাধারন সদস্য ৪৩ ৷ সোনারায় ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ জন,সংরক্ষিত মহিলা আসনে ১৪ এবং সাধারন সদস্য পদে ৩৭ ,তারাপুরে চেয়ারম্যান প্রাথী ৪ ,সংরক্ষিত মহিলা আসনে ১১ ,সাধারন সদস্য ৩১ ৷ বেলকা উইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ ,সংরক্ষিত মহিলা আসনে ১৫ ,সাধারন সদস্য ৪০ জন ৷ দহবন্দ ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ ,সংরক্ষিত আসনে ১২ এবং সাধারন সদস্যপদে ৪০জন ৷ সর্বনন্দ ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ ,সংরক্ষিত মহিলা আসনে ১৭ ,সাধারন সদস্যপদে ৪২ ,রামজীবন ইউনিয়নে চেয়ারম্যানপদে ১১ ,সংরক্ষিত মহিলা আসনে ১৬ এবং সাধারন সদস্যপদে ৭৬ জন ৷ ধোপাডাংগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানপদে ৭ জন,সংরক্ষিত মহিলা আসনে ১০,সাধারন সদস্যপদে ৪৯ জন ৷ ছাপরহাটি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১৬ এবং সাধারন সদস্যপদে ৫১ জন ৷ শাস্তিরাম ইউনিয়নে চেয়ারম্যানপদে ৯ ,সংরক্ষিত মহিলা আসনে ১৮ ,সাধারন সদস্যপদে ৫১ জন ,কঞ্চিবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ ,সংরক্ষিত মহিলা আসনে ১৯ এবং সাধারন সদস্যপদে ৫৭ জন ৷ শী্রপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে ৮ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১৬ ,সাধারন সদস্যপদে ৪১ জন ,চন্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে ৭ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন ,সাধারন সদস্যপদে ২১ জন ৷ কাপাসিয়া ইউনিয়নে চেয়ারম্যানপদে ৪ জন ,সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সাধারন সদস্যপদে ২৭ জন সহ মোট ৯ শ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ ৷
নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক জানান,হরিপুর ইউনিয়নের মেয়াদ শেষ না হওয়ায় ওই ইউনিয়নের ভোট পরে হবে ৷ এবার দ্বীতিয়দফায় সুন্দরগঞ্জে ১৪ টি ইউনিয়নে ভোট হচ্ছে ৷