বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অস্ত্র গুলিসহ ডাকাত রিয়াজ আটক
রাউজানে অস্ত্র গুলিসহ ডাকাত রিয়াজ আটক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দুর্ধর্ষ রিয়াজ উদ্দিন (৪০) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল ১৭ নভেম্বর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে রাউজান থানা পুলিশ৷ এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চৌধুরী হাট এলাকার প্রয়াত নাছির উদ্দিনের পুত্র।
রাউজান থানা সুত্রে, তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্রির উদ্দেশে সে অস্ত্র ও কার্তুজ নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিলেন বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় একটি ডাকাতি মামলা ছিল বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।





মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২