বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উচ্চতর চিকিৎসা নিশ্চিত করুন : সাইফুল হক
সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উচ্চতর চিকিৎসা নিশ্চিত করুন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে তার উপযুক্ত চিকিৎসা গ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন খালেদা জিয়ার জীবন রক্ষায় মানবিক বিবেচনায় অতিদ্রুত সরকারকে এই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তিনি বলেন, যে নির্বাহী আদেশে সরকার তার দন্ড স্থগিত রেখেছে এখন
একই ধরনের নির্বাহী আদেশে তাকে বিদেশে উচ্চতর চিকিৎসার সুযোগও দিতে পারে।তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে আইনী মারপ্যাঁচ কোন সমস্যা নয়।
বিবৃতিতে তিনি বলেন, দেশে অতীতেও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিদেশে চিকিৎসা নেবার উদাহরণ রয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উপযুক্ত চিকিৎসা লাভ তার অধিকারও বটে।
তিনি বলেন, প্রতিশোধপরায়ন কোন মনভাব থেকে এসব বিষয়কে দেখা বিবেচনার কাজ হবে না।তিনি বলেন, সরকারের রাজনৈতিক সমিকরন,হিসাব নিকাশ ও দীর্ঘসূত্রিতার কারনে খালেদা জিয়ার জীবন বিপন্ন হলে তার সমুদয় দায় সরকারকেই বহন করতে হবে। এ ধরনের পরিস্থিতি দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট কেবল আরও বাড়িয়েই তুলবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,দেরীতে হলেও সরকারের বোধহয় হবে এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবেন।





বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান