শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে তুলে নিয়ে নারী ধর্ষণের ঘটনায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
কক্সবাজারে সমুদ্র সৈকত থেকে তুলে নিয়ে নারী ধর্ষণের ঘটনায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কক্সবাজারে বেড়াতে যাওয়া নারীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন , সমুদ্র সৈকতে লোকসমাগমের মধ্য থেকে যেভাবে নারী ও তার পরিবারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা রাতিমত বিস্ময়কর। তারা বলেন, এই ধর্ষক চক্র কতটা বেপরোয়া তা এই ঘটনা থেকে খানিকটা অনুমান করা যায়।
তারা বলেন, প্রশাসনের ছত্রছায়ায় থাকার কারণে এই অপরাধীরা বহুবছর ধরে ধরা ছোঁয়ার বাইরে ছিল।তারা বলেন, সাম্প্রতিক সময়ে গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেভাবে নারী নিগ্রহ, নিপীড়ন ও গণধর্ষণের ঘটনা ঘটছে তা সামাজিক নৈরাজ্যেরই প্রতিফলন। অধিকাংশ নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়ায় দিনকে দিন পরিস্থিতির অবনতি ঘটে ঘটে চলেছে। এই অবস্থা চলতে দেওয়ার কোন সুযোগ নেই।
নেতৃবৃন্দ কক্সবাজারের ঘটনায় অভিযুক্ত ধর্ষক চক্রের সবাইকে অবিলম্ব গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে তারা ধর্ষক ও নারী নিপীড়কদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।





নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে
দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু হল