মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন (৩৫) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায়। উপজেলার জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এসময় কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজে তাদের সহায়তা করেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৮ টার সময় কাপ্তাই ইউনিয়নের আপস্টিম জেটিঘাট সংলগ্ন হ্রদে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পানিতে ডুবে যায়। ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে কাপ্তাই হ্রদে দীর্ঘ আড়াই ঘন্টা তল্লাশি চালিয়ে তাকে মৃত উদ্ধার করে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী জানান, কাপ্তাই ফাঁড়ির আইসির মাধ্যমে খবরটি জানতে পেরে ডুবুরি দল নিয়ে সকাল ১০ টায় উদ্ধার কার্যক্রমে নেমে পড়ি এবং সাড়ে ১২ টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ জানান, যেহেতু লাশটি বেওয়ারিশ, তাই এলাকায় মসজিদ, মন্দিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার পরিচয় জানতে চেষ্টা করছি। যদি পরিচয় না পাই, তাহলে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এর দাফনের ব্যবস্থা করা হবে।





কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা