শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করে দেশকে মহাবিপর্যয়ে পতিত করা হয়েছে
গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করে দেশকে মহাবিপর্যয়ে পতিত করা হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ পার্টির কেন্দ্রীয় কর্মশালায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়ারাই এখন দেশে রাজনীতির চালকের আসনে। দেশে এখন এদেরই রাজত্ব কায়েম হয়েছে। রাজনৈতিক ক্ষমতা এখন দ্রুত অর্থ -বিত্ত গড়ে তোলার প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। শাসকগোষ্ঠী ও তাদের দলসমূহ কর্তৃক আদর্শিক ও নীতিনিষ্ঠ রাজনীতি বিদায় দেয়ার কারণে জনদরদী আত্মনিবেদিত সংগ্রামী রাজনীতিকদেরকে এখন গাইডলাইনে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই সরকার ভোটের অধিকার, গণতন্ত্র ও সুশাসন বিদায় দেয়ার পাশাপাশি গণতান্ত্রিক ধারার রাজনীতিকেও নির্বাসনে পাঠিয়েছে।বিরোধী রাজনীতিকে নানাভাবে নানাকৌশলে ঝুঁকিপূর্ণ ও অসম্ভব করে তুলছে।সরকার নিজেরাও দলের উপর নির্ভর না করে প্রশাসন ও বাহিনীসমূহের উপর নির্ভর করে জবরদস্তি করে নিজেদের জনম্যান্ডেটবিহীন অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ তারা রুদ্ধ করে দিয়েছে। এই পরিস্থিতি দেশের জন্য গুরুতর অশণিসংকেত।এই অবস্থা চলতে দিলে দেশ মহাবিপর্যয়ে নিপতিত হবে।
তিনি এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাম্যভিত্তিক গণতান্ত্রিক , জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো প্রয়োজন।
পার্টির দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি অধিবেশনে সাইফুল হক এই বক্তব্য রাখেন। সেগুনবাগিচা সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে এই কর্মশালায় অংশ গ্রহণ করেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, মাহমুদ হোসেন, ইফতেখার আহমেদ বাবু শহীদুল আলম নান্নু, মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, খলিলুর রহমান, জসিমউদদীন রাঢী, কেন্দ্রীয় সংগঠক ফায়জুর রহমান মনির প্রমুখ।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়