শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের রুমায় পাঁচজনকে হত্যার অভিযোগে ২২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
বান্দরবানের রুমায় পাঁচজনকে হত্যার অভিযোগে ২২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানে রুমা উপজেলায় গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবু পাড়া ( পাড়াপ্রধান) কারবারীসহ পাঁচজনের হত্যা করার অভিযোগে ২২জনকে গ্রেপ্তার করেছে রুমা থানা পুলিশ। শুক্রবার রাতে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। কারবারী ও তাঁর চার ছেলে সহ মোট পাঁচজনকে পরিকল্পিতভাবে খুন করার অপরাধে এজাহারভুক্ত আসামি হিসেবে এই ২২জনকে গ্রেপ্তার করা হয়। এজাহারভূক্ত আসামিরা হলেন মেনয়াং ম্রো, ইনচং ম্রো, রুইতু ম্রো, মেনওয়াং ম্রো, ক্রংপুং ম্রো, থংওয়াই ম্রো, থনলক ম্রো, রিংয়ং ম্রো, থংপ্রে ম্রো, কাইংপ্রে ম্রো, ক্লাংসাই ম্রো, ইচং ম্রো, পাশিং ম্রো, থেনপ্রে ম্রো, চংরাও ম্রো, পালে ম্রো, সংচং ম্রো, মেনরাও ম্রো, খনতম ম্রো, ক্রংতন ম্রো,মাংচং ম্রো ও মেনপং ম্রো। রুমা থানা ওসি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী বলেন গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার ২৬ ফেব্রুয়ারি বেলা ১১ দিকে বান্দরবান জেলা জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সকালে শুক্রবার উদ্ধার করা লাশগুলো ময়লা তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, কুসংস্কার ও পাড়ার ঝুমের জমি বিরোধ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাতে রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম আবু পাড়া কারবারী (পাড়াপ্রধান) লকরুই ম্রো তাঁর চার ছেলেসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর লাশগুলো গুম করার উদ্দেশ্যে আবু পাড়ার পার্শ্ববতী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেয়। পরে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকালে লাশ পাঁচটি উদ্ধার করে করে রুমা থানায় নিয়ে আনে পুলিশের একটি দল। শনিবার নিহত লেংঙি ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানায় দন্ডবিধি ৩০৪/৩৪ ধারায় পরিকল্পিতভাবে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫, তারিখ-২৬/২/২০২২।





বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়
কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন
কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন