বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রার্থী বাছাই করতে ইলিয়াসপত্নী লুনা বিশ্বনাথে
প্রার্থী বাছাই করতে ইলিয়াসপত্নী লুনা বিশ্বনাথে

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: এম. ইলিয়াস আলী ‘নিখোঁজের’ কয়েক মাস পর সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি দু-ভাগে বিভক্ত হয়ে পড়লেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন বিএনপি কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে জানাযায়৷ ইতিমধ্যে বিএনপির দুটি গ্রুপ কেন্দ্রীয় কর্মসূচি ও ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করে আসছে৷ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের বেশ কয়েকজন প্রার্থীর নাম শুনা যাচ্ছে৷ আর এসব প্রার্থীর পক্ষে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন৷ প্রার্থিরা দলীয় নেতাকর্মীর সমর্থন পেতে তৃণমূল নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন৷ কেউ কেউ নেতাকর্মীর বাড়িতে ছুটে যাচ্ছেন৷ ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি উপজেলায় নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়৷ তবে এখনও বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন তারিখ ঠিক হয়নি৷ ধারনা করা হচ্ছে মে মাসে বিশ্বনাথে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গত বুধবার বিকেলে তাহসিনা রুশদি লুনা সিলেটে ইলিয়াস আলীর উপশরস্থ বাসায় আসেন৷ রাতেই বিশ্বনাথ উপজেলা ইউপি নির্বাচনী পরিচালনা কমিটির সঙ্গে বৈঠকে বসেন৷ বৈঠকে আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়৷ কমিটির অন্যরা হলেন-উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহিদ আলী৷
এদিকে, ২৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা তার স্বামীর গ্রামের বাড়ি বিশ্বনাথ রামধানা গ্রামে আসেন৷ এমন খবর পেয়ে সিলেটের বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনরের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং চেয়ারম্যান পদপ্রার্থীরা ভীড় করেন৷
ইলিয়াসপত্নীর আহবানে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইলিয়াস আলীর বাড়িতে উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়৷
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহিদ আলী, বর্তমান কমিটির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক৷ এসময় উপজেলার আট ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন৷
জানাগেছে, এবারের ইউপি নির্বাচনে প্রার্থীরা কেউ কাউকে ছাড় দিতে নারাজ৷ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রাথীরা নিজ নিজ সমর্থককারিদের নিয়ে গত কয়েকদিন ধরে ভিতরে ভিতরে বৈঠক করে আসছেন৷ তবে কে পাবেন দলীয় সমর্থন এটা কেবল সময়ের ব্যাপার৷ তবে এবারের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীরা আশাবাদি তারা দলীয় সমর্থন পাবেন৷
দলীয় নেতাকর্মীরা মনে করেন, দল থেকে একক প্রার্থী দিতে পারলে নির্বাচন হবে জমজমাট৷ তবে যোগ্য প্রাথর্ী আসলে গতবারের মতো এবারের নির্বাচনে বিএনপির প্রার্থীর জয়লাভের সম্ভবনা রয়েছে৷ দলীয় কোন্দল নিরশন না হলে বিএনপির সমর্থিত প্রার্থীর ভরাডুবি হওয়ার আশংকা রয়েছে৷
প্রার্থী বাছাই কমিটির সত্যতা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা কাজ করবে,তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে৷
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, তৃণমূল নেতাকর্মী সঙ্গে আলাপ-আলোচনা করে খুব শীঘ্রই দলীয় প্রার্থীর ঘোষনা করা হবে৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন