রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাদুল্লাপুর ইউএনও চাঁদা তোলার অভিযোগে ক্ষোপ প্রকাশ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা
সাদুল্লাপুর ইউএনও চাঁদা তোলার অভিযোগে ক্ষোপ প্রকাশ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৫০মিঃ) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল অনুষ্ঠান ক্ষোপ প্রকাশ করে বর্জন করেছেন সাংবাদিক ও উপজেলা বণিক সমিতি নেতারা ৷উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার কর্তর্ক সাংবাদিকদের অসম্মান ও অনুষ্ঠানের নামে চাঁদা তোলার অভিযোগে সাংবাদিকরা ক্ষোপ প্রকাশ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন৷ উপজেলা বণিক সমিতিও অনুষ্ঠানের নামে চাঁদাবাজির অভিযোগ এনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠান বর্জনে একাত্বা ঘোষণা করেন৷
উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা শুক্রবার রাতে প্রেসক্লাবে জরুরী সভা ডেকে এ সিদ্ধান্ত নেন বলে জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ৷
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ আরো বলেন, ‘ইউএনও আবদুল্লা আল মামুন তালুকদার যোগদানের পর থেকে জাতীয় দিবসসহ বিভিন্ন সভা-সেমিনারে নামে ব্যবসায়ী, স্কুল-কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছেন ৷ যা নিয়ে দীর্ঘদিন সর্বস্থরে চরম ক্ষোভ বিরাজ করছে ৷
প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা বলেন ‘মহান স্বাধীনতা দিবসে প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জাতীর সূর্য্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য সাংবাদিকরা স্থানীয় স্মৃতিসত্মম্ভে উপস্থিত হন ৷ সেখানে ইউএনও কর্তৃক পুষ্পমাল্য অপর্ণের তালিকায় সাংবাদিকদের অবমূল্যায়ন করে অনেক ছোটখাট সংগঠনের পরে উপজেলা প্রেসক্লাবের নাম ভুক্ত করেন ৷ এই দুই ঘটনায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় স্মৃতিসত্মম্ভে পুষ্পমাল্য অর্পণ করে ইউএনও’র প্রতি ক্ষুদ্ধ ও ক্ষোভ প্রকাশ করে ৷ পরে বিষয়গুলো স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মোঃ ইউনুস আলী সরকারকে অবহিত করে ইএনও’র প্রত্যাহার দাবি জানিয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন ৷
তিনি আরো জানান, ইউএনও’র অপসারণ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের সকল প্রকার অনুষ্ঠান ও সংবাদ বর্জন অব্যহত থাকবে ৷
সাদুল্লাপুর বনিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন জানান, ‘ইউএনও আবদুল্লা আল মামুন তালুকদার যোগদানের পর থেকে স্থানীয় ব্যবসায়ীরা জাতীয় দিবসসহ বিভিন্ন সভা-সেমিনারে নামে তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে৷ তাই সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠান বর্জনে একাত্বা ঘোষণা করেছেন সাদুল্লাপুর উপজেলা বণিক সমিতি ৷ এছাড়া উপজেলা জাসদও এই দাবির সাথে একাত্বা ঘোষণা করেছেন বলে জানান উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল ৷
তবে এ বিষয়ে ইউএনও আবদুল্লা আল মামুন তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি৷
গাইবান্ধা - ৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক্তার মোঃ ইউনুস আলী সরকার জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করবেন ৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন