বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষ
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষ
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর শহরে আওয়ামীলীগের দু’গ্রুপে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে একাধিক গ্রুপ ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে চৌরাস্তা মোড়ে হামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টো আহত হয়। পরে ভাংচুর করা হয় উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়ি-ঘর। উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম ও আওয়ামীলীগ সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর কর্মী-সমর্থকদের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার জন্য ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আনা হয়েছে। এছাড়াও ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ভারত সীমান্তবর্তী দোয়ার মাঠে গরুর জন্য ঘাষ কাটার সময় বজ্রপাতে আব্দুল্লাহ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ ঝিনাইদহ জেলার মহেশপুরের জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী দোয়ার মাঠে। প্রতিবেশীরা জানান, আব্দুল্লাহ সকালে গরুর জন্য ঘাষ কাটতে যায় দোয়ার মাঠে। সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি আর তার সাথেই বজ্রপাত হয়। মাঠের মধ্যেই ঘাষ কাটা অবস্থায় বজ্রপাতে আব্দুল্লাহর করুন মৃত্যু হয়। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ বজ্রপাতে আব্দুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করে জানান, বিকালে জানাজা শেষে তাকে পারিবারীক কবর স্থানে দাফন করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চার (ওসি) সেলিম মিয়া জানান, বজ্রপাতে মৃত্যু ঘটনা আমার জানা নেই।
ঝিনাইদহে শুরু হয়েছে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি
ঝিনাইদহ :: ঝিনাইদহে ফ্যামেলি কার্ডের মাধ্যমে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টটর খান মোঃ আব্দুল্লা আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আরত্তি দত্ত, নতুন হাটখোলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্টরা জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪০ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারের মাছে কমদামে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি প্রতিবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন, ৫৫ টাকায় ১ কেজি চিনি ও ১৩০ টাকায় ২ কেজি মসুরের ডাল পাবেন।
কালীগঞ্জ মহাসড়কে রাস্তায় গাছ ফেলে একাধিক ট্রাকে ডাকাতি; ড্রাইভারকে কুপিয়ে জখম
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম করা হয়েছে। ট্রাকের মালিক তরুণ দাস বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছেন। আহত ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম (৪৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকার মৃত ছানারউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারবাজার এলাকার আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কয়েকটি ট্রাকের গতিরোধ করা হয়। ডাকাতেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৫/৬টি ট্রাক থেকে টাকা লুট করে এবং একজন ড্রাইভার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঝিনাইদহ-ট-১১০৯৬৮ নম্বরের একটি ট্রাকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে রড নিয়ে চৌগাছার উদ্দেশ্যে রওনা দিই। পিরোজপুর বটতলা এলাকায় দেখি পুলিশ রয়েছে। এরপর আধাকিলোমিটার গেলে ফিলিং স্টেশনের কাছে ৮/১০টি ট্রাক দাঁড়িয়ে আছে। কোন গাড়িতে আলো না জ¦লায় ট্রাক থেকে বের হয়ে দেখি রাস্তায় গাছের গুঁড়ি ফেলানো রয়েছে। এ সময় তিনি গাড়ির মধ্যে উঠে বসেন। হঠাৎ মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ডাকাত এসে বলে যা কিছু আছে সব বের কর। টাকা দিতে রাজি না হওয়ায় ডান পায়ের হাটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আর ২ জন তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, পিরোজপুর বটতলা নামক স্থানে হাইওয়ে পুলিশের ডিউটিরত পুলিশ সদস্যদের ৫০ টাকা দিয়ে বারবাজারের দিকে যায়। দীর্ঘসময় ডাকাতির ঘটনা ঘটলেও কোনো পুলিশ এগিয়ে আসেনি। ঘটনা ঘটার একঘন্টা পর পুলিশ এসে ডাকাতদের খোঁজাখুজি করে। এ সময় পুলিশের দেওয়া ওই পঞ্চাশ টাকা আমার হেলপারের কাছে ফেরত দিয়ে যায় এবং তারা টাকা নেওয়ার ব্যাপারটি কাউকে না জানানোর জন্য অনুরোধ করেন। ডাকাতির স্বীকার আরেক ট্রাক ড্রাইভার বিপুল বিশ^াস জানান, ডাকাতির ঘটনা টের পেয়ে গাড়ি রেখে পুলিশের দিকে দৌঁড় মারি। পিছনে ধারালো অস্ত্রসহ ডাকাতরাও আমার পিছু নেয়। এ সময় ডাকাতরা আমাকে ধরে ফেলে। তিনি এক ডাকাতকে জড়িয়ে ধরে বলেন আমাকে মেরেন না। যা আছে সব দিয়ে দিচ্ছি। তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে নেয়। ট্রাকের মালিক তরুণ দাস জানান, এ ঘটনায় বাদী হয়ে আমি কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। এ ব্যাপারে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম করা হয়েছে। কালীগঞ্জ থানায় ট্রাকের মালিক তরুণ দাস বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে তিনি ৮/১০ টি গাড়িতে ডাকাতির ঘটনা ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।





ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার