বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাঙামাটিতে শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাঙামাটি :: রাঙামাটিতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শ্রমিক লীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকতার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দিক-নিদর্শনা অনুযায়ী শ্রমিকলীগের নেতৃবৃন্দ কাজ করে যাবে।
সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি মো. জাহিদ আকতার ও সাধারণ সস্পাদক উদয় শংকর চাকমা, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা