শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » টিকা » নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর টিকার উদ্বোধন
নবীগঞ্জে শিশুদের কোভিড ১৯ এর টিকার উদ্বোধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজলোয় ৫-১১ বছর বয়সী শশিুদরে কোভডি ১৯ প্রতিষেধক টিকা কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় নবীগঞ্জ শহরের আর্দশ সরকারী প্রাথমকি বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ র্কমর্কতা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের টেকনিশয়ান আবুল ফয়েজ তোহার সঞ্চালনায় উদ্বোবনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজলো নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, উপজলো প্রাথমকি শিক্ষা র্কমর্কতা কাজী সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন,হিরাময়িা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,স্বাস্থ্য সহকারী সুমি রানী পাল,সিএইচসিপি শিপ্রা রানী দাশ, পপি পাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুস সামাদ জানান উপজলোয় ৩৫৭টি প্রাথমকি বিদ্যালয়ে ১৩ কর্মদিবসে আগামী ১২ নভেম্বর পর্যন্ত ৫২ হাজার ২ শত ৪৫ জন শিক্ষার্থীকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হবে। উল্লেখ্য শিশুদের টিকার প্রথম দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ২১ টি স্কুলে ১ হাজার ৭ শত ১৬ জন ছাত্র এবং ২ হার ২১ জন ছাত্রীসহ মোট ৩ হাজার ৭ শত ৩৭ জন ছাত্র-ছাত্রীকে টিাক প্রদান করা হয়েছে।
নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে্ র্যালি ও বিনামূল্যে চিকিৎসা সেবা
নবীগঞ্জ :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বিশ্ব দৃষ্টি দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নবীগঞ্জ আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রে কার্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে ফের আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রে কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক ছনি চৌধুরী, অঞ্জন রায়, আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের সাধারণ সম্পাদক তনুজ রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহসভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না, ডাঃ সঞ্জয় পাল প্রমুখ। পরে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।





নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে
সদ্য পাশ হওয়া বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোন বার্তা নেই
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ
একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়
প্রথম ডোজ টিকা নিতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়
ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা
রাঙামাটি শহরে কাগজপত্রবিহীন করোনা টিকা নিতে পারবে
বিশ্বনাথে ৫৪৩৮ শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন প্রদান
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ