বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » গুনীজন » সিএইচটি মিডিয়া এর ২০২২ সালে শ্রেষ্ঠ রিপোর্টার আবুল কাশেম
সিএইচটি মিডিয়া এর ২০২২ সালে শ্রেষ্ঠ রিপোর্টার আবুল কাশেম
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ২০২২ সালের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হয়েছেন ষ্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম।
বুধবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় রাঙামাটি হাসপাতাল এলাকাস্থ নিজস্ব কার্যালয়ে সম্পাদক মন্ডলীর মূল্যায়ন সভায় তাকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর এ বছর শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত করা হয়।
মুহুতের সংবাদ মুহুর্তে পরিবেশন অনলাইন এর মূল বৈশিষ্ট্য। সময়, নিরপেক্ষ সংবাদ উপস্থাপন, ভাষার প্রয়োগ, তথ্যের গুনগত দিক, সামাজিক সচেতনতা বিষয়ক সংবাদ, শিশু অধিকার , নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সংবাদ, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশসহ ২০২০ সালে বৈশ্বিক মহামারী করোনাকালীন দেশে লকডাউন চলাবস্থায় জীবণের ঝুঁকি নিয়ে নিয়মিত সরকারের উন্নয়নমুলক সংবাদ প্ররণ, এ বছর সিলেটের বন্যায় জীবণের ঝুঁকি নিয়ে নিয়মিত সংবাদ প্রেরণ ইত্যাদি দিক বিবেচনা করে মো. আবুল কাশেমকে ২০২২ সালের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত করা হয়েছে বলে জানান বার্তা সম্পাদক জুঁই চাকমা।
সামাজিক দায়িত্ববোধ, নিরপেক্ষতা, বস্তনিষ্ঠতা ইত্যাদি একজন সাংবাদিকের প্রধান বৈশিষ্ঠ্য। সময়কে প্রাধান্য দেওয়া অনলাইন এর বৈশিষ্ঠ্য। আমরা দেশের যেকোন সংবাদ তাৎক্ষনিক সরাসরী জনসাধারনের কাছে অনলাইনে পৃথিবীর প্রতিটি প্রান্তে তাৎক্ষনিক পরিবেশন করছি। এটার অর্থ এই নয় যে আমাদের অন্য প্রতিনিধিরা পিছিয়ে, আমাদের মাঠ পর্যায়ের প্রত্যেক জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অত্যন্ত মেধাবী এবং যোগ্য তারাও সংবাদ প্রেরণে যতœবান। মো. আবুল কাশেম এবছর অর্থাৎ ২০২২ সালে তার কাজের মূল্যায়ন হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ রিপোর্টার মুল্যায়ন সভায় উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম মকছুদ আহামেদ, এডভোকেট জুয়েল দেওয়ান, বার্তা সম্পাদক জুঁই চাকমা, এডভোকেট গফুরর বাদশা ও ভারপ্রাপ্ত সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি।
আগামী ২০ ডিসেম্বর ২০২২, সকাল ১০টায় রাঙামাটি চারুকলা একাডেমীতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৮ষ্ঠ বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ রিপোর্টার মূল্যায়ন ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অর্থ চেক এর মাধ্যমে প্রদান করা হবে।
উল্লেখ্য, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শ্রেষ্ঠ রিপোর্টার খেতাব অন্যান্য পত্রিকার সাংবাদিকদের বিবেচনায় নিয়ে করা হয়নি, সারা বাংলাদেশ থেকে কেবলমাত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের নিজস্ব সম্পাদনার সাথে জড়িতদের মধ্য থেকে মনোনয়ন করা হয়েছে। ষ্টাফ রিপোর্টার মো. আবুল কাশেমের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা প্যানেল এবং সম্পাদক মন্ডলী।
মো. আবুল কাশেম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শুরু থেকে বিশ^নাথ উপজেলা প্রতিনিধি হিসেবে যুক্ত হন। দীর্ঘ ৬ বছর কাজ করার পর গত নভেম্বর-২০১৯ মাসে তাকে ষ্টাফ রিপোর্টার পদে পদায়ন করা হয়। ২০২১ সালেও শ্রেষ্ঠ সাংবাদিক এর সম্মানা অর্জন করেন সাংবাদিক মো. আবুল কাশেম।