মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কে মোটরসাইকেল আরোহী নিহত
রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কে মোটরসাইকেল আরোহী নিহত
রাঙামাটি :: রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কের দেবতাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসু দাশ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে বাঙ্গালহালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে রাঙামাটি ফিরছিলেন বাসু দাশ। পথিমধ্যে দেবতাছড়ি এলাকায় পুলিশের রেশনবোঝাই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম জানান, দেবতাছড়ি এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
এদিকে ঘাতক ট্রাকটিতে ‘পুলিশ-রেশন পরিবহন’ লেখা থাকলেও ‘মালবোঝাই ট্রাকটি কাদের সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে’ জানিয়েছেন রাঙামাটির কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা