মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কে মোটরসাইকেল আরোহী নিহত
রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কে মোটরসাইকেল আরোহী নিহত
রাঙামাটি :: রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কের দেবতাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসু দাশ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে বাঙ্গালহালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে রাঙামাটি ফিরছিলেন বাসু দাশ। পথিমধ্যে দেবতাছড়ি এলাকায় পুলিশের রেশনবোঝাই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এবিষয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম জানান, দেবতাছড়ি এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
এদিকে ঘাতক ট্রাকটিতে ‘পুলিশ-রেশন পরিবহন’ লেখা থাকলেও ‘মালবোঝাই ট্রাকটি কাদের সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে’ জানিয়েছেন রাঙামাটির কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন।





কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
বড়দিন উপলক্ষ্যে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব