রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিখোঁজের ৪দিনপর গিয়াসের মৃতদেহ কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার
নিখোঁজের ৪দিনপর গিয়াসের মৃতদেহ কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার
রাঙামাটি :: চার দিন ধরে নিখোঁজ মো. গিয়াস উদ্দিনের মৃতদেহ ভেসে উঠল রাঙামাটির কাপ্তাই হ্রদে। ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার মহসীন কলোনী এলাকায় কাপ্তাই হ্রদের অংশে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পুলিশ এসে গিয়াস উদ্দিনের পরিবার মৃতদেহ শনাক্ত করে এবং মৃতদেহ উদ্ধার সুরতহালের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে মৃতদেহ নিয়ে যায়।
জানাযায়,গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন গিয়াস উদ্দিন। পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
এলাকার লোকজন জানান, রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমির পেছনে কাপ্তাই হ্রদের পাশে গিয়াস উদ্দিন তাঁর পরিবার নিয়ে বসবাস করতো। বেশ কিছুদিন ধরে সে ‘মানসিক ভাসাম্যহীন’ ছিল। সে দিন মজুরের কাজ করতো। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
কোতোয়ালি থানার এসআই ক্য লাহ্ চিং জানান, ‘গিয়াস উদ্দিন চার দিন ধরে নিঁখোজ ছিল। রবিবার সকালে থানায় কাপ্তাই হ্রদে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে উঠার খবর আসলে আমরা গিয়ে তাঁর লাশ উদ্ধার করি। পরিবারের সদস্যরা তাকে চিহ্নিত করেছেন।’





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন