শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ইটভাটা, প্লাষ্টিক কারখানা বন্ধের নির্দেশ দিলেন মেয়র মুহিব
বিশ্বনাথে ইটভাটা, প্লাষ্টিক কারখানা বন্ধের নির্দেশ দিলেন মেয়র মুহিব
 বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের পৌরশহরে ফসলি জমি ও জনবসতিপূর্ণ এলাকায় সব নিয়ম উপেক্ষা করেই চলছে ইটভাটা, কয়েল লাকড়ীর কারখানা এবং প্লাষ্টিক পুঁড়ানোর কারখানা। এগুলোর নেই ছাড়পত্র বা কোনো অনুমতি। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক হুমকির মুখে সংশ্লিষ্ট এলাকা।
এবার এগুলো বন্ধ করতে নির্দেশ দিয়েছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান। ইটভাটা, প্লাষ্টিক কারখানা ও কয়েল লাকড়ীর কারখানার মালিকদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এ প্রসঙ্গে মেয়র মুহিবুর রহমান বলেন, পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার আওতাধীন জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ দূষিত বা জনস্বাস্থ্যের ক্ষতিকারক কোন ধরনের কারখানা, ইটভাটা থাকবে না। তাদের নোটিশ পাঠানো হয়েছে, বন্ধ করবেন না হলে ১ কিলোমিটার দূরে সরাবেন। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, পৌর এলাকার কালিগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পাশে দীর্ঘদিন ধরে ইটভাটায় ইট পুড়ানো হচ্ছে। পাশাপাশি পৌর এলাকার হাবড়া বাজারে প্লাষ্টিক পুড়ানোর কারখানা প্রতিনিয়ত প্লাষ্টিক পুড়ছে।
এছাড়া বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারে একাধিক কয়েল লাকড়ীর কারখানা গড়ে উঠেছে। যা পরিবেশের মারাত্মক হুমকি। এগুলো অপসারণের জন্য বন্ধ অথবা জনবসতি এলাকা থেকে ১ কিলোমিটার দূরে সরানোর নোটিশ দেয়া হয়।

      
      
      



    প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে    
    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো    
    দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়    
    বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন    
    বাজুস এর নতুন সহ-সভাপতি  হলেন  ইকবাল হোসেন চৌধুরী    
    মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই