শুক্রবার ● ১৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে না এসে আওয়ামী লীগ হীনমন্যতার পরিচয় দিয়েছে
বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে না এসে আওয়ামী লীগ হীনমন্যতার পরিচয় দিয়েছে
আজ বিকেলে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে না এসে সরকারি দল আওয়ামী লীগ হীনমন্যতার পরিচয় দিয়েছে।তিনি বলেন,দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা জাতীর বীর সন্তান জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি, দুপুরে সোহরাওয়ার্দী উদ্দানে অনুষ্ঠিত জানাজারূপ নামাজেও দেখা যায়নি। তিনি বলেন,একজন কিংবদন্তিতুল্য মুক্তিযোদ্ধাকে সম্মান না জানিয়ে সরকারি দল মহান মুক্তিযুদ্ধের গৌরবকেই ছোট করেছেন।
তিনি বলেন , আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা।বিশেষ কোন রাজনৈতিক বা দলীয় বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও গৌরবকে দেখার অবকাশ নেই।
তিনি জাতীয় বীর ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, তিনি তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন এই দেশ ও জনপদ যে ক’জন মানবদরদি মহাপ্রাণ মানুষের জন্ম দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী তাদের অন্যতম। দেশ ও মানুষের কল্যাণের বাইরে জাফরুল্লাহ চৌধুরীর অন্য কোন স্বার্থ ছিল না।তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আগামীতেও প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।
পার্টির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, নাসির হোসেন, হাবিবুর রহমান আংগুর আইয়ুব আলী, হেলিম সরদার প্রমুখ।
সভায় আকবর খান বলেন, দেশ পরিচালনায় সরকারের সর্বগ্রাসী ব্যর্থতার কারণে দেশের মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। তিনি বলেন, গণসগ্রামের পথে এই সরকারকে বিদায় দিতে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ কোন কিছুই অর্জন করা যাবে না।
অন্যান্য নেতৃবৃন্দ দেশ ও মানুষকে রক্ষায় চলমান গণসংগ্রাম আরও বেগবান করার আহবান জানান।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন