মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
রাঙামাটিতে জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
রাঙামাটি :: বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও নৈরাজ্যর প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙামাটিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার ১০ অক্টোবর সকাল ১১টায় জেলা যুবলীগের উদ্যোগে শহরের বনরুপা চৌমুহনীতে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় সমাবেশে জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপন, যুগ্ন সম্পাদক শফিউল আজম, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সম্পাদক মো: মিজান, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আবু মুসা, শহর যুবলীগের সভাপতি মো: আবুল খায়ের, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবহর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। ঠিক তখনই সরকারের এ অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিএনপি- জামাত আবারো নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। বক্তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।
শান্তি সমাবেশের আগে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।





নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা
কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন