শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার ১১ নভেম্বর দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ টায় বিজয় ৭১ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দুপুরে আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজাদ হোসেন ভূইয়া পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, ময়মনসিংহ জেলা সেচ্চাসেবক লীগের সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা প্রমুখ। পরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সব ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই