বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘নৌকা’ কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতীক
‘নৌকা’ কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতীক

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা গনতন্ত্রের প্রতিক ৷ নৌকা কৃষক-শ্রমিক-জনতার আস্থার প্রতিক ৷ নৌকা বিজয়ী হলে দেশের গরীব-অবহেলিত-বঞ্চিত মানুষেরা নিজেদের প্রাপ্য অধিকার পান৷ নৌকার বিজয়ের ফলেই জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য ও দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত্, কৃষি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷ তিনি আরও বলেন, লামাকাজীবাসীর উন্নয়নের জন্য ৭মে নির্বাচনে জনগনের স্বতস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে হবে৷ স্বাধীনতার প্রতিক নৌকার বিজয়ে লামাকাজী ইউনিয়নের মাটি ও মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পাওয়ার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডও বাসত্মবায়ন করতে পারবেন৷ তাই আমাদের সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷
তিনি ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ডাঃ আলহাজ্ব শাহনুর হোসাইন’র সমর্থনে আয়োজিত বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ সভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাঃ শাহনুর হোসাইন৷ স্বাগত বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চয়ন দাশ৷
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অরবিন্দু পাল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।





শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন