বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ভাঙ্গুড়ায় আনন্দ-উত্সবে পহেলা বৈশাখ
ভাঙ্গুড়ায় আনন্দ-উত্সবে পহেলা বৈশাখ

ভাঙ্গুড়া প্রতিনিধি:: (১লা বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০ মিঃ) নানা অনুষ্ঠান ও আনন্দ-উত্সবের আমেজে ভাঙ্গুড়া উপজেলায় ১৪২৩ বঙ্গাব্দ ১লা বৈশাখ উদযাপন করা হয়৷ এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ থেকে আনন্দ র্যালি বের হয়ে উপজেলা পরিষদে শেষ হয়৷ র্যালিতে অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান,উপাধ্যক্ষ মাহমুদা খাতুন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম,অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,অধ্যক্ষ মোঃ বদরুল আলম বিদ্যুত,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক অংশ নেন৷ উপজেলার মেহগুণি চত্তরে পানত্মা ভাত উত্সবের আয়োজন করা হয়৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলমের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন৷ এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক ও ওসি তদন্ত মোঃ আব্দুর রব৷
হাজী জামাল উদ্দিন অনার্স কলেজে সাংস্কৃতিক উত্সব:
১লা বৈশাখ উপলক্ষে হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের শিউলি.মহুয়া,বকুল তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পানত্মা উত্সবের আয়োজন করা হয়৷ উদ্বোধন করেন ইউএনও মোঃ শামছুল আলম৷ পরে অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও বৈশাখী গানের মেলা অনুষ্ঠিত হয়৷ এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী নির্মল কুমার রায়, অধ্যাপক মলয় কুমার সরকার ,প্রভাষক আব্দুল মালেক,প্রভাষক কাণিজ সোহানী দিলরুবা রত্না,প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা প্রমুখ৷ উপজেলার বিবি স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ১লা বৈশাখ উপলক্ষে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা