বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমএসএস’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমএসএস’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) নেতৃবৃন্দ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফসহ বিএমএসএস নেতৃবৃন্দ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি (পুষ্পস্তবক) অর্পণরেন।
এ সময় ছিলেন- সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল.কম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার সিলেট ব্যুরো শহিদ আহমদ খান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি সবুজ মিয়া, নিউজ বাংলা পত্রিকার ফটো সাংবাদিক ইস্তিয়াক আহমদ লিমন প্রমূখ।
মহান শহীদ ও মাতৃভাষা দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা
লস্কর, সিলেটঃ যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সকাল ১০টায় সিলেট মহানগরীর চৌহট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। এবং দুপুর ১২ টায় নগরীর ৫৩নং সমবায় ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বহু ত্যাগ, জীবন উৎসর্গ ও তীব্র সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের মহান মায়ের মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ২০০১ সালে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনোস্ক কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি স্বীকৃতি লাভ করে। সেজন্য বাঙালি জাতি গর্বিত। মাতৃভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ভাষা সৈনিকদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় শহীদ ভাষা সৈনিক এবং বাংলা ভাষা চির অমর হোক, এই কামনা করা হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এস.এম. জহুরুল ইসলাম, সহ সভাপতি মোঃ হোসেইন কবির, বিষু দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, কার্যনির্বাহী সিনিয়র সদস্য মোঃ ফিরোজ আহমেদ, বেলাল উদ্দিন, গুলজার হোসেন নেছার, জয়দ্বীপ চক্রবর্তী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইউসুফ শেলু প্রমুখ।





ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে