বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » আজ রাঙামাটি জেলা বিএনপি’র নির্বাচন
আজ রাঙামাটি জেলা বিএনপি’র নির্বাচন

ষ্টাফ রিপোর্টার :: আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) রাঙামাটি জেলা বিএনপি’র অনেক কাঙ্ক্ষিত ‘দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৫’। এ সম্মেলনকে ঘিরে শুরুতেই নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হলেও অবশেষে আজ ৮ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ৯টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এবারের এ সম্মেলনে সভাপতি পদে লড়বেন রাঙামাটি জেলা বিএনপি’র দুই সুযোগ্য নেতা রাঙামাটি জেলা বিএনপি’র বর্তমান সভাপতি সাবেক আমলা বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডঃ দীপেন দেওয়ান ও রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, রাঙামাটি জেলা বিএনপি’র মুখপাত্র মোঃ শাহ আলম। নেতৃত্ব গুণাবলী ও জনপ্রিয়তার দিক দিয়ে দু’জনেরই অবস্থান সুদৃঢ়। দু’জনেই এবারের সম্মেলনে জয়লাভে বেশ আশাবাদী।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাঙামাটি সদর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ছাত্র নেতা রাঙামাটি শহরের অতি প্রিয়মুখ এ্যাডঃ মামুনুর রশিদ মামুন এর প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছেন রাঙামাটি জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক অত্যন্ত আন্তরিক ব্যক্তিত্বসম্পন্ন প্রতিভাবান নেতা দীপন তালুকদার। উভয়েই এ সম্মেলনে সাফল্যলাভে অধিক প্রত্যাশী।
এ সম্মেলনকে কেন্দ্র করে মনোনীত সকল প্রার্থীর তোড়জোর ছিল বেশ লক্ষ্যণীয়। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে ইতোমধ্যে রাঙামাটির বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন। বলা যায় রাঙামাটি জেলা বিএনপি এখন অনেকটাই চাঙ্গা ।
আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২০ মিঃ





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
সবচেয়ে বড় উদ্বেগ ভোটকেন্দ্রের নিরাপত্তা : জুঁই চাকমা
রাঙামাটিতে দুর্গম পাহাড়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী