শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা
মিকেল চাকমা :: কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাণিজ্যিক শহর বনরুপা বাজার মনিটরিং ও ক্রেতা সুরক্ষার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
১০ আগষ্ট,২০২৪ শনিবার,সকাল ১০টায় পুরো বনরুপা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ওজন ঠিক রাখা, ওজন মাপার ডিজিটাল মিটার দৃশ্যমান স্থানে রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, মূল্য চার্ট দৃশ্যমান স্থানে রাখাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সিআরবি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন,দপ্তর সম্পাদক মিকেল চাকমা, আইন ও লিগ্যাল এইড সম্পাদক এ্যাডভোকেট গফুর বাদশা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক শান্তি প্রিয় চাকমা, পরিবহন যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার আজিম, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ানুল হক,
সার্ভিস ফি ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ এমাদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং বিষয়ক সম্পাদক কহিনুর আক্তার নুপুর,
ইব্রাহিম হাসান প্রমূখ।
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান বলেন, সংকটময় পরিস্থিতিতে দ্রব্যমূল্য ঠিক রাখা, ওজন ঠিক রাখা , ওজন মাপার মিটার দৃশ্যমান স্থানে রাখাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম ক্রেতা ও বিক্ষেতাদের মাঝে প্রচার করা হয়। এতে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ব্যাপক ছাড়া পেয়েছি।
সংগঠনঠির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বলেন, কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি শাখা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারের সাথে সমন্বয় রেখে আমরা বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক শহর বনরুপাতে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এতে ক্রেতা ও বিক্রেতারা আমাদের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান।





রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
রাঙামাটিতে ফের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত : ৩৬ ঘন্টার হরতাল প্রত্যাহার
রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের হরতাল