রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সৎসঙ্গের উগ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মমাস উপলক্ষ্যে অধিবেশন
নবীগঞ্জে সৎসঙ্গের উগ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মমাস উপলক্ষ্যে অধিবেশন
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উগ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মমাস ভাদ্র পরিক্রমা উপলক্ষ্যে প্রথম দিনের বিশেষ অধিবেশন ১৭ আগষ্ট শনিবার রাত ৮ টায় মধ্য বাজারস্থ প্রয়াত মিহির লাল সরকারের বাসায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিযে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,সদ গ্রন্থাদি পাঠ,নাম সংকীর্তন,ইষ্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন।
সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনেন সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,তাপস বনিক,শিক্ষক সুব্রত দাশ,তৃষ্ণা রানী বনিক,নরেশ চন্দ্র দাশ,নারায়র সরকার,সজল দেব,নিতেশ দাশ, শিক্ষক নিরুপম দেব, শিক্ষক নয়ন দাশ,গোপেন্দ্র চন্দ,প্রদীপ দাশ, জয়হরি দেব,নবারুন দাশ,রীনা সরকার,লীলা রানী সরকার,স্মৃতি গোপ,রীনা পাল,কাজল রানী গোপ, মাধবী সরকার রিমি,অনিক সরকার, হৃদয় শীল প্রমুখ।





পাঁচশো টাকায় জীবন বাজী ঝালকাঠিতে কৃষকের মৃত্যু
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায়
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন