রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার
ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একই গাড়ীর দুটি নম্বর প্লেট সহ (যাহার নং- ঢাকা মেট্রো-ট-১৫-৬৬১২ ও ঢাকা মেট্রো-ট- ১৫-৬৬৭০) একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) ওরফে গাল কাটা কালু, কুমিল্লা সদর উপজেলার রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউসুফ মিয়া (৪৮) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আল-আমিন (৩০)।
শনিবার (২১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ৩ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌরসভাধীন সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন এলাকায় মেসার্স বর্ণমালা ট্রেডার্স এর ভুট্টা বোঝায় গুদাম ঘরের পাশে কতিপয় ডাকাত দলের সদস্য একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে অবস্থান করছিলো। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লোকজনের সহায়তায় পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা লক কাটার, লোহার রড ও রশিসহ ৪ জন ডাকাতকে আটক করে। অভিযানকালে ডাকাত দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা ট্রাক নিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো এবং তাদের নামে ফরিদপুর, পাবনা, পটুয়াখালী ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তাদের জবানবন্দি মোতাবেক পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ