সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি :: নানা আয়োজনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে চলছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা ২০২৫ উদযাপন।
পূজা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিটি ঘরে,পাড়া,মহল্লায় নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অর্চনা।
রাজস্থলী উপজেল সদর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির,বাঙ্গালহালিয়া শ্রীশ্রী দক্ষিণেশ্বর কেন্দ্রীয় কালী মন্দির,বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দির ও ছাগল খাইয়া কৃষ্ণ মন্দির সহ বিভিন্ন পূজামন্ডপে চলছে এই পূজা।
এদিকে পূজাকে ঘিরে সোমবার(২ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়, এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সস্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়। সনাতন ধর্মালম্বীদের মতে,দেবী সরস্বতী সত্য,ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা,বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন। প্রতিটা মন্দিরে আসা শত শত সনাতনীরা দুপুরে প্রসাদ গ্রহণ করেন।





চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ মাহফিল
নানিয়ারচর জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা