

বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে নারী প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্ভোধনী
কাউখালীতে নারী প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্ভোধনী
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির উইভ এনজিওর আয়েজনে পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়েদের প্রতি সহিংতা প্রতিরোধ প্রকল্পের এক উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার ০৯ জুলাই -২০২৫ সকাল সাড়ে ১০ উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উইভ এনজিওর নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সারদুল দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নুরুল আবসার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উইভ এনজিওর প্রকল্প পরিচালক সুকান্ত চাকমা।
এ সময় সাংবাদিক মোঃ ওমর ফারুক, বেতবুনিয়া ইউপি সদস্য নিলমনি চাকমা, কলমপতি ইউপি সদস্য স্মৃতি দেবী চাকমা, কলমপতি হেডম্যান মানুচিং চৌধুরী, কারবারি প্রতিনিধি উক্যজাই কার্বারী, উইভ এনজিওর মনিটরিং এন্ড ইবুলেয়শন অফিসার ওহিনসুই রোয়াজা,প্রোগ্রাম অফিসার রুনু চাকমা, কমিউনিটি মবিলাইজার ম্যামাচিং চৌধুরী, কমিউনিটি মবিলাইজার তুনিকা খীসা, কমিউনিটি মবিলাইজার মংসা প্রু মারমা সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে অংশ গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের প্রতি সহিংসাতা প্রতিরোধে রাঙামাটির বে সরকারী উন্নয়ন সংস্থা উইভ এনজিওর এই পদক্ষপকে আমরা সাধুবাদ জানাই। কারন এমন একটি প্রকল্প পার্বত্য জেলা রাঙামাটির ২ উপজেলা কাউখালী ও নানিয়ারচরে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে কাজ করলে অন্তত আমাদের নারী ও মেয়েরা মোটামটি অনেক সচেতন হবে বলে বক্তারা মনে করেন। পিছিয়ে পড়া নারী ও মেয়েরা অনেকদুর এগিয়ে যেতে পারবেন বলে সকলে আশা ব্যক্ত করেন।