মঙ্গলবার ● ৩ মে ২০১৬
প্রথম পাতা » জাতীয় » অনলাইন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নেয়া হচ্ছে : তথ্যমন্ত্রী ইনু
অনলাইন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নেয়া হচ্ছে : তথ্যমন্ত্রী ইনু

ঢাকা প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২৭মিঃ) দেশে অনলাইন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্যোগের কথা জানান।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালে সম্প্রচারের খাতটি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইন গণমাধ্যমের বিকাশে আমরা বিশ্বাসী। অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। সেটা গণমাধ্যমের সংকোচনের জন্য নয় বরং প্রাতিষ্ঠানিকীকরণের জন্য করা হয়েছে।
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম তৃণমূল পর্যায়ের মানুষের জন্যও। বর্তমান সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ কখনোই মনে করে না। আমরা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। তথ্য অধিকার আইন তৈরি হয়েছে যাতে সবাই তথ্য পায়। নানা জায়গা থেকে গণমাধ্যমের ওপর চাপ রয়েছে। গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অতীতের সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক দেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন- ১০ বছর থেকে ২০ বছর পর আমাদের দেশে প্রিন্ট গণমাধ্যম টিকে থাকতে পারবে কিনা তা জানি না। এখন অনলাইন গণমাধ্যমের ওপর নির্ভরতা বাড়ছে উল্লেখযোগ্য হারে। আমাদের দেশে টেলিভিশন চ্যানেল তৈরি হচ্ছে অহরহ।
এসময় উপস্থিত ছিলেন- আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, ইটিভির নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল ও পরিপ্রেক্ষিত এর কর্ণধার বোরহান কবীর প্রমুখ।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা