

মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল
কাউখালীতে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আয়োজনে ৫ আগষ্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক সমাবেশ গণ মিছিল মঙ্গলবার ৫ আগষ্ঠ বিকেল সাড়ে তিন টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
৫ আগষ্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় এক গণমিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক আলোচনা সভা উপজেলা সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দু আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা মোঃ বশির মিয়া ( লিডার), অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আমিন চান মিয়া।বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল হোসেন, উপজেলা মুজাহিদ কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি এম এম শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ সামশুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার অর্থ সম্পাদক মো ফয়েজ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য এবং আহত সকল যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।কাউখালীতে জুলাই বিপ্লব উপলক্ষে বিএনপির আলোচনা সভা
কাউখালী :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ সহযোগী সংগঠন কাউখালী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার ৫ আগস্ট বিকাল ২ টায় র্যালি দোয়া ও আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা এক আনন্দ র্যালি নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন।
পরে এক আলোচনা সভা কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ছৈয়দুল আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন বালি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব সাবেক মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্ বক্কর তারা মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দল আহবায়ক ফিরোজ মাহমুদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দল সভাপতি ইমরান হোসেন, উপজেলা মতসজীবি দলের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ সেকান্দর হোসাইন, জাসাস উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কামাল উদ্দিন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রবিউল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফেরদৌসী বেগম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মমিনুল করিম জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তামজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্যাহ তুহিন, ৩ নং ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত উল্লাহ পিন্টু, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ।
পরে আলোচনা সভা শেষে জুলাই গণ অভ্যুথানে নিহত শহীদ এবং আহতদের জন্য দোয়া করা হয়।