

শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো বিজয় বড়ুয়া
কাউখালীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো বিজয় বড়ুয়া
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীর পোয়া পাড়ায় ইছামতী খালে ৪ বন্ধু মিলে গোসল করতে গিয়ে বন্ধু কে বাছাতে গিয়ে শনিবার ২৭ সেপ্টেম্বর-২০২৫ এক কিশোর এর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।
জানা যায়, উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়া পাড়ার হত দরিদ্র বাসিন্দা সুজন বড়ুয়ার ২ ছেলের মধ্যে বড় ছেলে বিজয় বড়ুয়া (১৪) শনিবার সকাল ১০ টায় বাড়ির অদুরে ইছামতী খালে ৪ বন্ধু সহ গোসল করতে নামে। হটাৎ এক বন্ধু খালের পানিতে ডুবে যেতে দেখে বিজয় বড়ুয়া তার বন্ধু কে বাছাতে খালের (কুমুতে) গভীর পানিতে ঝাপিয়ে পড়েন। কিন্তু বন্ধুরা ৩ জন পানি থেকে উপরে উঠে গেলেও সে আর উঠেনী।
পরে বন্ধুরা সবাই চিৎকার চেচামিচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে খালের পানিতে ঝাপিয়ে পড়ে তাকে খুজতে থাকেন।
অনেক খোঁজা খুজির পর ২ ঘন্টা পর স্থানীয়রা খালের পানির গভীরে থেকে তাকে উদ্ধার করেন।
এ সময় খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন।
বিজয় বড়ুয়াকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে যাছাই করে দেখে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।
আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।