

মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের এর আওতায়ধীন ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার জীবতলী আর্মি ক্যাম্পের আওতাধীন পানছড়ি পাড়ায় বসবাসকারী সাধারণ শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় দূর দূরান্ত থেকে দরিদ্র, জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। মাননীয় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার’রা। এই সময় ব্যাট্যালিয়ন অধিনায়ক লে: কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার,পিএসসি জানান,ভবিষ্যতে ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে এরকম সুবিধা বঞ্চিত মানুষের সার্বিক সহযোগিতা ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে।