মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ৩৮.০১,৮৪০০.০০০.৯৯.০০৬.২৫-১৫৪৬ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪/১১/২০২৫ খ্রি. তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
এর আগে রবিবার (৯ নভেম্বর) শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক দাবি করে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা। নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় জনসংখ্যানুপাতে এ নিয়োগ দেয়া না হলে জেলা পরিষদ চেয়ারম্যান এর পদত্যাগে একদফা আন্দোলন শুরু করা হবে।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারি শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে ৮টি সংগঠনের ব্যানারে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।
স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।
তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির মিটিংয়ে এক জরুরি বৈঠকে নিয়োগ স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, বিতর্কিত এ নিয়োগ স্থগিত করায় রাঙামাটি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। তবে জেলা পরিষদের উচিত হবে জনদাবি আমলে নিয়ে বাস্তবতার নিরিখে জনসংখ্যানুপাতে নিয়োগ ও নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগের পরবর্তী পদক্ষেপ নেয়া। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মানুষ প্রত্যাশা করে সকল পর্যায়ে বৈষম্যমুক্ত ও ন্যায্যতা।
উল্লেখ্য: জানা যায়, রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দরা রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। সাক্ষাৎতে পরিষদ চেয়ারম্যান পার্বত্য উপদেষ্টার সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছিলেন।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা