মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » গুনীজন » নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ :: নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশ(৭০) পরলোক গমন করেছেন। তিনি ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
২২ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার সময় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি প্রত্যয় হাশেমের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অর্নার) শেষে নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার ১ নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামে শেষকৃত্যনুষ্টান সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন,ছিলেন ১ নং বড় ভাকৈর ইউনিয়নের বিট অফিসার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দীগেন্দ্র দাশ, ইউপি সদস্য মহিতোষ দাশ, প্রভাষক কোকিল দাশ, ক্ষিতিশ দাশ সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাগিব রাবেয়া হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযুদ্ধা
সমরেন্দ্র দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ