শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে সেতুর ওপর ভাসমান ফলের হাট !
বিশ্বনাথে সেতুর ওপর ভাসমান ফলের হাট !

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে “বাসিয়া সেতুর” ওপর ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত দখলে করে বসিয়েছে অস্থায়ী গ্রীষ্মকালিন ফলের হাট৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ফলের হাট বসে৷ ফলে সেতুর দুটি ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে রয়েছে৷ ফলে পথচারিদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ৷
উপজেলা সদরের দুটি বাজারের ব্যবসায়ীরা জানান, বাসিয়া সেতুর ওপর অস্থায়ীভাবে গ্রীষ্মকালি মৌসুম ফল বিক্রি করা হচ্ছে৷ যার ফলে স্থানীয় ব্যবসায়ীদের তেমন কোনো ফল বিক্রি হচ্ছে৷ তারা সেতুর ওপর অস্থায়ী ফলের হাট তোলে দেয়ার জন্য সংশিস্নষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন৷
সরেজমিনে বাসিয়া সেতুর ওপর ঘুরে দেখা যায়, সেতুর ফুটপাতের মধ্যে প্রায় ১৫টি ভাসমান অস্থায়ী ফলের দোকান রয়েছেন৷ এরপর আরোও ৭-৮টি বিভিন্ন ধরনের ভাসমান দোকান রয়েছে৷ ফুটপাত দখলে করে ভাসমান ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করে আসছেন৷ তবে প্রচন্ড গরমে থাকায় ক্রেতার সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম৷ বাসিয়া সেতুর ফুটপাত ফল ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারি-বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সড়কের ওপর দিয়ে চলাচল করতে দেখা যায়৷
সেতুর ওপর লেচু ব্যবসায়ী মনির মিয়া বলেন, গত দুই সপ্তাহ ধরে তিনি এখানে ব্যবসা করে আসছেন৷ তবে কেউ বাঁধা না দেয়ায় তিনি নির্ভয়ে ব্যবসা করছেন বলে জানান৷
অপর ব্যবসায়ী কামাল আহমদ বলেন, কাউকে টাকা দিয়ে এখানে ব্যবসা করছি না৷ সেতুর ওপর সবাই ব্যবসা করে আসছে৷ তাই গ্রীষ্মকালিন কিছু ফল নিয়ে বসে আছি৷ ব্যবসা মোটামুটি ভালই হচ্ছে৷
লিচু ক্রেতা মানিক মিয়া বলেন, প্রতিদিন বাসিয়া সেতুর ওপর ভাসমান ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন৷ এখানে কম দামে বিভিন্ন ফল পাওয়া যায়৷





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান