রবিবার ● ১১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪- ২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শ্রেণী কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালযের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবন্ধনে ক্ষোভের সাথে বলেন, আমরা ছাত্র, আমাদের শ্রেণী কক্ষে থাকার কথা ছিলো ৷ কিন্তু বাস্তবতা আমাদের রাস্তায় নামিয়ে এনেছে ৷ যেখানে শ্রেণী কক্ষে বসে আমাদের লেখাপড়া হওয়ার কথা সেখানে আজ শ্রেণী কক্ষে আমাদের কোন ঠাঁই নাই ৷ রাস্তায় নেমে আমাদের আন্দোলন করতে হচ্ছে ৷ আমরা দূরদুরান্ত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় ৷ জুলাই মাস থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও নানাবিধ চক্রান্তের কারণে আমাদের ক্লাস আর হচ্ছে না ৷ আমাদের আজ প্রথম সেমিষ্টার পরিক্ষা শেষ হওয়ার পর ২য় সেমিষ্টার পরিক্ষার শেষ পর্যায় অতিবাহিত হচ্ছে ৷ আদৌ আমাদের কোন গতি নেই ৷ বিশ্ববিদ্যালয়ের অফিসে যোগাযোগ করলে নানারকম অজুহাত দেখিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করছে ৷
ইতিমধ্যে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষার কার্যক্রম শেষ হয়ে গেছে ৷ এরপরও আমাদের কোন গতি দেখতে পাচ্ছি না ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার সন্তানতুল্য ৷ আপনি এ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন ৷ আপনার চোখের সামনে ৭৩জন শিক্ষার্থীর জীবন বিপন্নের পথে ৷ আমরা জানি যেকান সমস্যার সমাধান একমাত্র আপনি ৷ আপনি পারেন আমাদের এ সমস্যা থেকে উত্তোরণ করতে ৷ আপনার সাহায্য কামনা করছি ৷ 
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহবায়ক মো শামছুজম্মান বাপ্পি বলেন, আমরা ছাত্র নাকি আন্দোলনকারী ৷ আমরা নিজেরা জানি না ৷ এ স্বাধীন দেশে শিক্ষার কার্যক্রম চলার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে ৷
তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের প্রতি আক্ষেপ ঝেড়ে বলেন, আজ মানবতা কোথায়? মানাবতার অপমৃত্যু হচ্ছে কিন্তু মিজান সাহেবের মানবতা জাগে না ৷ কিন্তু মাঝে মাঝে ঘুমের ঘোরে উনার মানবতা জেগে উঠে ৷ যদি ঘুমের ঘোরে কখনও উনার মানবতা জেগে উঠে তাহলে আমাদের মানবতার কথা চিন্তা করে যারা আমাদের মানবতায় আঘাত হানছে তাদের দয়া করে একটু বুঝান যে, এখানে মানবতার মৃত্যু হচ্ছে ৷ আপনারা আর কোন ধরণের চক্রান্ত করবেন না ৷ শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম যাতে চালু হয় সে ব্যাপারে কাজ করুন ৷ তাহলে আমরা বুঝবো আপনি মানবতার জন্য কাজ করেন
অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রদনেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আমাদের শ্রেণী কার্যক্রম চালু করুন না হয় পদত্যাগ পত্র জমাদেন ৷ আপনার উপর আমরা আর ভরসা করতে পারছি না ৷ আমাদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দেয়নি ৷ আপনি সরে যান, আরেকজন দায়িত্বে আসুক ৷ তিনি হুঁশিয়ারী করে বলেন, যদি আগামী ১৫ অক্টোবরের মধ্যে শ্রেণী কার্যক্রম চালু না হয় তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে ৷ অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন ৷ আমাদের শ্রেণী কক্ষে প্রবেশের সুযোগ দিন ৷ তা না হলে আমাদের সংগ্রাম দাবি আদায় না হওয়া পর্যন্ত অবিরাম চলবে ৷
এসময় বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম হোসেন ইমন, মঈন উদ্দীন, রিদওয়ান, মীরাজুল হাসান, সাম্য খান, হুমায়ন কবির ও জহিরুল হক প্রমুখ৷
বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেন ৷ আপলোড : ১১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩৫ মিঃ





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়
কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন
কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন
কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন