সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » দুর্গোত্সব উপলক্ষে রাঙামাটিতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
দুর্গোত্সব উপলক্ষে রাঙামাটিতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার :: আসন্ন শারদীয় দুর্গোত্সবকে সামনে রেখে রাঙামাটি তবলছড়ির প্রাচীনতম রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটি কর্তৃক গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ৷ ১২অক্টোবর সোমবার মহালয়ার দিন কালী মন্দিরে শহরের ৭২জন বিধবা ও হত দরিদ্র নারীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয় ৷
বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, ত্রিদীপ কান্তি দাশ, রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নন্দন দে, সাধারণ সম্পাদক শংকর দে, পৌর কলোনী নারায়ন মন্দিরের সভাপতি আশিষ চৌধুরী উপস্থিত ছিলেন ৷
বিতরণকালে বক্তরা বলেন, রাস্ট্র যার যার ধর্ম ও উত্সব সবার ৷ পার্বত্য অঞ্চলের মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ ৷ ঈদ, বিজু, নববর্ষ, পুজাসহ সকল ধর্মের উত্সবে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে থাকে ৷ বক্তরা বলেন, কালী মন্দির পরিচালনা কমিটি পুজা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরনের মহত্ উদ্দ্যেগ সত্যিই প্রসংসনীয় ৷ সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের উত্সবে দরিদ্র মানুষদের পাশে দাড়াঁতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান জানায় বক্তরা ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬. ৩৫ মিঃ





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
সবচেয়ে বড় উদ্বেগ ভোটকেন্দ্রের নিরাপত্তা : জুঁই চাকমা
রাঙামাটিতে দুর্গম পাহাড়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী