মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার আহবান জানান। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুক্ত থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানান। শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ তেমনি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। আগামী বছরের মধ্য ডিসেম্বরে ক্রীড়া সপ্তাহ ঘোষনা করা হয়েছে। সে সপ্তাহে শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবেনা।
উল্লেখ্য যে, বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ইভেন্ট হলো: দৌড় (১০০মি. ২০০মি. ও ৪০০মি.), চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, লং জাম্প, দাবা, লুডু, ক্যারম, ব্যাডমিন্টন ও মিউজিক চেয়ার। সকালে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টসমূহে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আগামী ১৬ ডিসেম্বর তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।





রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট