মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
আজ সন্ধ্যায় গণ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আজ রামগতির আলেকজান্ডার হাই স্কুলে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের নির্বাচনী জনসভায় দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, গত তিনদিন ধরে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এর নির্বাচনী এলাকায় তাদের অফিসে হামলা, ভাঙ্গচুর এবং নির্বাচনী সভা সমাবেশ করতে বাধা দেওয়ার হুমকি দিয়ে আসছিল একদল সন্ত্রাসী গোষ্ঠী, জেএসডির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিলো।
তারপরও আজকে আলেকজেন্ডার হাইস্কুলে জনসভায় আসার পথে ৩০টি বাস, ট্রাক, অটো ভাঙচুর করা হয়েছে। জনসভা থেকে ফেরার পথে হামলা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে। জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব সহ অনেক কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ অবস্থায় আছেন।
নেতৃবৃন্দ বলেন, এই ধরণের ঘটনা যারা ঘটিয়েছে তারা কোন গণতান্ত্রিক দলের নেতা কর্মি হতে পারে না। তারা মুলত দুর্বত্ত, সন্ত্রাসী ও মাস্তান।
নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে অনাকাঙ্ক্ষিতভাবে আসন সমঝোতাকে কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরীকিদের মধ্য যে অবিশ্বাস অনাস্থা তৈরী হয়েছে তাকে আর বাড়তে দেয়া যাবেনা। তারা বলেন রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরীকদের ঐক্যকে ধরে রাখা দরকার । আর মাত্র দু’দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা হবে, নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় ঘটতে থাকলে যুগপতেরশ শরীকদের সাথে মনস্তাত্তিক ও রাজনৈতিক দুরত্ব কেবল বাড়তেই থাকবে।
নেতৃবৃন্দ এই হামলার ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





রাঙামাটিতে দুর্গম পাহাড়ের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ
কাপ্তাইয়ে জাদি নির্মাণ উপলক্ষে ১৬৮ ঘণ্টাব্যাপী মহা পট্ঠান পাঠ
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন