বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদু’তে ট্রলারের মেশিনে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
লংগদু’তে ট্রলারের মেশিনে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

লংগদু প্রতিনিধি :: রাঙামাটি জেলার লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়নের দক্ষিন মারিশ্যাচর গ্রামে ১২ জুলাই মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় ইঞ্জিন চালিত বোটের চাকায় ওরনা ও চুল পেচিয়ে ৯ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।নিহত ছাত্রীর নাম ফারজানা আক্তার (৯)। নিহত
ফারজানা মারিশ্যাচর এলাকার মোঃ ফারুক হোসেন ও আকলিমা বেগমের কন্যা।নিহত ফারজানা খালার বাড়িতে বেড়াতে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে নদী পারাপারের জন্য ট্রলারে উঠে। বাসা থেকে ছেড়ে যাওয়া ট্রলারে উঠে ৫০০ গজ দুরে যাবার পর ফারজানার গায়ের ওড়না ইঞ্জিনে পেচিয়ে যায়। ওড়না পেচিয়ে এক সময় মাথার চুলও ইঞ্জিনের চাকার সাথে আটকে গিয়ে মাথা থেকে চুল এ মাথার চামড়া আলাদা হয়ে যায় এবং অচেতন হয়ে পড়ে ফারজানা। বোটে থাকা আত্মীয়রা দ্রুত তাকে উদ্ধার করতে গেলেও মূহুর্তেই ফারজানার মৃত্যু হয়। বোটে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন,আমরা যে ইঞ্জিন চালিত বোটে করে যাচ্ছিলাম সে বোটটি সম্পূর্ণ খোলা মেলা ছিল যার ফলে মেয়েটি জীবনের প্রদিপ অচিরেই নিভে গেল। ফারজানার মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন