সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে ম্যালেরীয়ার জরুরী বার্তা প্রচার কার্যক্রম
কাউখালীতে ম্যালেরীয়ার জরুরী বার্তা প্রচার কার্যক্রম

কাউখালী প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মিঃ) পার্বত্য তিন জেলায় ইদানিংকালে ম্যালেরীয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনসাধারনকে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্রাক কর্তৃক গত ১৩ জুলাই হতে কাউখালী উপজেলার সর্বত্র সিএনজি করে মাইকিং,বাজারে ডাক-ডোল পিটিয়ে প্রচার ও ম্যালেরীয়া রোগের বার্তা সম্বলিত লিফলেট বিলি করা হচ্ছে ৷
প্রচার অভিযানে বলা হয়, ম্যালেরীয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জ্বর হলে বা ৪৮ ঘন্টার মধ্যে জ্বরের (২দিনের) ইতিহাস থাকলে সরকারী হাসপাতাল,ব্রাক ল্যাবরেটরী/অফিস,সরকারী ও এন জিও স্বাস্থ্যকর্মী,স্বাস্থ্যসেবিকার সাথে যোগাযোগ করে দ্রুত বিনামুল্যে রক্ত পরিক্ষা করে ম্যালেরীয়া আছে কিনা নিশ্চিত হোন এবং ম্যালেরীয়া যদি হয়ে থাকে তাহলে সাথে সাথে বিনামুল্যে চিকিত্সা নিন৷ ম্যালেরীয়া দ্রুত সনাক্ত না হলে মারাত্মক আকারে শরীরে বাসা বাধলে মানুষের মৃত্যুও হতে পারে৷ তাই অবহেলা না করে জ্বর হলেই দ্রুত রক্ত পরিক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়৷ সেই সাথে বলা হয় সন্ধ্যার সাথে সাথে কীটনাশক যুক্ত মশারী বিছানায় টাঙিয়ে রাখুন৷ রাতে অবশ্যই কীটনামকযুক্ত মশারী নিচে ঘুমাবেন৷গর্ভবতী মা শিশুদের কীটনাশকযুক্ত মশারীতে ঘুমানোর জন্য অগ্রাধিকার দিন৷বাড়ির আশে পাশে ঝোঁপঝাড়, ডোবানালা পরিসকার পরিচ্ছন্ন রাখুন৷ কীটনাশকযুক্ত মশারী শুধুমাত্র মশার কামড় থেকে মানুষের আত্মনক্ষার জন্য৷ কীটনাশকযুক্ত মশারীর সাহায্যে ছড়া,ঝিরি,পুকুর ও নদী হতে মাছ ধরা যাবেনা৷ কীটনাশকযুক্ত মশারীর সাহায্যে মাছ ধরা দন্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়।





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ