রবিবার ● ২৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শীঘ্রই শুরু হচ্ছে আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল ও এন্ড কলেজের নির্মাণ কাজ
শীঘ্রই শুরু হচ্ছে আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল ও এন্ড কলেজের নির্মাণ কাজ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মিঃ) শীঘ্রই শুরু হচ্ছে আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ৷ ইতোমধ্যে অর্থ বরাদ্দও পাওয়া গেছে৷ ২৪ জুলাই রবিবার আলীকদম জোন সদরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এনডিইউ, পিএসসি৷ এসময় তিনি দুর্বার প্রশিক্ষন মাঠে একটি বৃক্ষ রোপন করেন৷
বান্দরবান রিজিয়নে নবাগত রিজিয়ন কমান্ডার ও ৬৯, পদাতিক ব্রিগেডের কমান্ডারের সাথে স্থানীয় জনপ্রতিধি, সুধিমহল ও সরকারি কর্মকর্তাদের মাঝে আলীকদম সেনা জোন কমান্ডারের আহ্বানে রবিবার দুপুরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
এ সময় সভায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন৷ প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন বলেন, লামা-আলীকদম উপজেলায় শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে৷ পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনাবাহিনী সব সময়ি আপনাদের পাশে থাকবে৷ এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন৷ স্থানীয় মৌজা হেডম্যানের বক্তব্যের প্রেক্ষিতে নবাগত রিজিয়ন কমান্ডার বলেন, শীঘ্রই আলীকদমে ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ এর কাজ শুরু হচ্ছে৷ ইতোমধ্যে এ খাতে বরাদ্দও পাওয়া গেছে৷
মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেন, পিএসসি, আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, মৌজা হেডম্যান অংহ্লাচিং মার্মা ও ত্রিপুরা নেতা আগস্টিন ত্রিপুরা প্রমুখ৷
সভায় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় গুরু ও লামা-আলীকদমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷





বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু