বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে কৃষক মাঠ দিবস পালিত
জুরাছড়িতে কৃষক মাঠ দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার :: ( ১২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মিঃ) রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সিএইচটিডিএফ-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ডানিডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মধ্যবালুখালী পূর্বপাড়া উন্নয়ন কমিটির আয়োজনে কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে৷
বুধবার ২৭জুলাই সকালে মধ্যবালুখালী পূর্বপাড়ার আইসিডিপির পাড়াকেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত সভার উদ্ধোধন করেন৷
মধ্যবালুখালী পূর্বপাড়া উন্নয়ন কমিটির সভাপতি অনিল কুমার চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কৃষিবিদ বিদ্যুত্ কুমার চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উপজেলা (ভাঃ) কর্মকর্তা সভ্যসাচী ভট্টচার্য্য’সহ এলাকার স্থানীয় কৃষক এবং চাষীবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বাবুল চাকমা৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বর্তমানে চাষীরা আগের তুলনায় ধান, ফলজ’সহ বিভিন্ন ধরনের শাক-সবজী উত্পাদন বৃদ্ধি পেয়েছে৷ এলাকায় প্রয়োজনীয় আমিষ ও শর্করা জাতীয় খাবারের ঘাটতি পুরণ করে চাষীরা বিভিন্ন জায়গায় রপ্তানি করছে৷ তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, কৃষির উন্নয়নে বর্তমান সরকার বিভিন্নভাবে চাষীদের ঋণ প্রদান করছে৷ কৃষি ক্ষেত্রে সরকার প্রদত্ত এ সুযোগগুলোকে কাজে লাগিয়ে আধুনিক ও সঠিক পদ্ধতিগত ভাবে ফসল উত্পাদন বৃদ্ধি করে চাষীরা নিজেদের ভাগ্য উন্নয়ন ঘঠানো সম্ভব৷ এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশ গড়ার রুপকল্পে উপজেলার কৃষক-কৃষানীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান আহবান জানান৷





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন