শুক্রবার ● ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু

ঢাকা প্রতিনিধি :: দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন বলে আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ৮টি কার্যদিবসের এ অধিবেশনে ৬টি সরকারি বিল পাস করা হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি ওই অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩৬৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি নোটিশ গৃহীত হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৯০টি ছিল।
এছাড়া সপ্তম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় একটি নোটিশের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। নোটিশটি ছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআই এর জনমত জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বেড়েছে বলে উল্লেখ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হোক। অধিবেশনে সর্বসম্মতভাবে এ ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়।
এছাড়া ৭ম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৪১টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৩৬টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ২২৩টি প্রশ্নের মধ্যে ৮৮৭টি প্রশ্নের জবাব দেয়া হয়। আপলোড : ১৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৩৮ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর