সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্বার্ষিকী পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্বার্ষিকী পালিত
ঢাকা প্রতিনিধি :: জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়নের সার্বিক সহযোগিতায় ২১ আগস্ট ২০১৬ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্বার্ষিকী পালিত হয়েছে৷ জাতীয় শোক দিবস উপলক্ষে ২১ আগস্ট এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি৷ এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারম্নক, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস৷ আলোচনায় অংশ নিয়েছেন জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক কে এম আজম খসরম্ন, শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. শামসুল আলম বকুল এবং সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব মোল্লা, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফাজ দেওয়ান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক মো. সেলিম, মো. জিল্লুর রহমান প্রমূখ৷ অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবনালেখ্যর ওপর একটি প্রমাণ্যচিত্র পরিবেশন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে একটি নাম; একটি ইতিহাস৷ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাংলাদেশের৷ তিনি বাংলাদেশ ছাড়া কিছুই ভাবতেন না৷ আমাদের অনেক অর্জন হয়েছে যা অনেক দেশেরই নেই৷’





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর